এক বছরে দেশে সাইবার অপরাধের মাত্রা বেড়েছে ৪ গুণ
- আপডেট সময় : ০৮:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- / ১৮৯৩ বার পড়া হয়েছে
এক বছরে বাংলাদেশে নতুন ধরনের সাইবার অপরাধের মাত্রা বেড়েছে ৪ গুণ। দেশের আট বিভাগের ২১৭ জন ভুক্তভোগীর ওপর গবেষণার পর এ তথ্য জানিয়েছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। দুপুরে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রকাশিত প্রতিবেদেনে বলা হয়, ২০২২ সালে দেশে সাইবার অপরাধ ১ দশমিক ৮১ শতাংশ হলেও এ বছর তা প্রায় ৭ শতাংশে দাঁড়িয়েছে। চাকরি দেয়ার আশ্বাস, অনলাইনে কেনাকাটা ও ব্ল্যাকমেইলিংয়ের মতো প্রতারণার সংখ্যাও বেড়েছে। আর গত বছরের তুলনায় এ বছর সাইবার অপরাধে শিশু ভুক্তভোগীর সংখ্যা বেড়েছে শতকরা ১৪০ ভাগ।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার অপরাধ প্রবণতা ২০২৩’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। এতে বিস্তারিত তুলে ধরেন ফাউন্ডেশনের গবেষণা সহকারী স্বর্ণা সাহা।
প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে ৫২ দশমিক ২১ শতাংশ সাইবার বুলিংয়ের ঘটনা রেকর্ড করা হয়, যা ২০১৭ সালে ছিল ৫৯ দশমিক ৯০ শতাংশ। ২০১৮ সাল থেকে পাঁচটি জরিপে অভিযোগকারীর শতকরা হার ছিল ৬১ শতাংশ। ২০২৩ সালের প্রথম চার মাসে এ হার কমেছে।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তবে বিগত পাঁচ বছরে তুলনামূলকভাবে কমেছে সাইবার বুলিং ।
শিশু ভুক্তভোগীদের হার ক্রমেই বেড়ে যাওয়া উদ্বেগ প্রকাশ করেন আলোচকরা।