সমাজে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে নিজের মধ্যে মানবিক গুণ থাকতে হবে’ এমন মন্তব্য করেছেন–চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডঃ বিদ্যুৎ বড়ুয়া। বাংলাদেশ মানবাধিকার কমিশন চুনতি ইউনিয়ন শাখার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও চুনতি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, থানা কর্মকর্তা জাকের হোসেন মাহমুদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজগুলোর বার্ষিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০২১’ সম্পন্ন হয়েছে। পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান সমুদ্র অভিযানের সমাপনী দিবসের মহড়া প্রত্যক্ষ করেন।
চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ ২৫ বছর পূর্তি উপলক্ষে ৫২ জন কর আইনজীবীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন । এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনায়েত উল্লাহ।
চট্টগ্রাম রাউজানের চারাবটতলায় যুবলীগ কর্মী শহিদুল আলম হত্যা মামলায় আসামী আজিজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে রেব-৭। আসামীর বিরুদ্ধে ৫টি হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে। এদিকে, চট্টগ্রামে যাত্রীবেশে মাইক্রোবাসে ডাকাতি ও নির্যাতন চালিয়ে খুনের ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ। বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৩২টি নমুনা পরীক্ষা করে ২৬০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১০ দশমিক ২৬ শতাংশ। নতুন আক্রান্ত ২২৬ জন মহানগর এলাকার ও ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
হঠাৎ করে হু-হু করে বেড়ে যাওয়া করোনা সংক্রমণ ঠেকাতে সারাদেশের মত চট্টগ্রামেও ১১ দফা বিধিনিষেধ শুরু হয়েছে। এই বিধিনিষেধ মানাতে পরিস্থিতি দেখে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসন।