এক নজরে চট্টগ্রামের কয়েকটি টুকরো খবর
- আপডেট সময় : ০৯:২১:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
এক নজরে এবার চট্টগ্রামে কয়েকটি টুকরো খবর।
চট্টগ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে জনক জননী ফাউন্ডেশনের চেয়ারম্যান মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক ফরিদ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী।
গ্রাহক চাহিদা পূরণের লক্ষ্যে সিজনিং এবং ট্রিটমেন্ট করা উন্নত মানের দরজা উৎপাদন ও বিক্রয়ের লক্ষ্যে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে উদ্বোধন করা হয়েছে “উডল্যান্ড ডোর গ্যালারী”র শোরুম।শোরুম উদ্বোধন করেন চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান আজিজ।
চট্টগ্রামে ভবঘুরে, মানসিক ভারসাম্যহীন ও প্রতিবন্ধীদের মাঝে খাবার, বস্ত্র, শিক্ষা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করেছে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। গেলরাতে অসহায় এসব মানুষের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন হাকিম আলী।
মিরসরাইয়ের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও এমপি পুত্র মাহবুব রহমান রুহেলের রোগ মুক্তি চেয়ে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। সকালে চট্টগ্রাম মিরসরাইয়ে একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
চট্টগ্রাম কেইপিজেড এলাকায় এক ছিনতাইকারী ও ছিনতাই হওয়ার মালামাল উদ্ধার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। দুপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ৩ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।