এক চাকার উপরে সাইকেল চালিয়ে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের এক ব্যক্তি গিনেস রেকর্ড গড়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
এক চাকার উপরে সাইকেল চালিয়ে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের এক ব্যক্তি গিনেস রেকর্ড গড়েছে। ১শ’ মাইলের টার্গেট নিলেও বাতাসের কারণে তিনি অর্ধেক পথ অতিক্রম করতে সক্ষম হন।
বিশ্ব রেকর্ড গড়ার উদ্দেশ্যে ৫৬ বছর বয়সী রিচ ফ্লানাগান এক চাকার উপর সাইকেল চালানোর উদ্যোগ নেন। মেরিল্যান্ডের লিঞ্চিকামে, লিন্ডলে মিডল হাই স্কুলে শুরু করেন সাইকেল চালনা। টানা ৪ ঘণ্টা ১০ মিনিট পেরিয়ে যেতে বাধে বিপত্তি। বাতাসের বেগে তাল হারান ফ্লানাগান।
ততোক্ষণে অবশ্য ৫০.০৫ মাইল পথ পেরিয়ে এসেছেন তিনি।পেছনে ফেলেছেন অস্ট্রিয়ার স্টেফেন স্টককে। ২০১৭ সালে ২৬ মাইল পথ পাড়ি দিয়ে স্টক গিনেস রেকর্ড গড়েছিলেন। এক চাকার উপর সাইকেল চালিয়ে এরআগেও দুটি রেকর্ড গড়েছিলেন ফ্লানাগান। এবার গড়লেন রেকর্ডের হেট্রিক।