এক ঘন্টায় মাত্র ৩৩ মিলিমিটার বৃষ্টিতেই হাঁটু পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিচু এলাকাগুলো
- আপডেট সময় : ০১:৫২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
এক ঘন্টায় মাত্র ৩৩ মিলিমিটার বৃষ্টিতেই হাঁটু পানিতে তলিয়ে গেছে বাকুলিয়া, বহদ্দারহাট, হালিশহর, আগ্রাবাদ, চাক্তাই, খাতুনগঞ্জসহ বন্দর নগরী চট্টগ্রামের নিচু এলাকাগুলো। এছাড়া টাইগারপাসের একটি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে যান চলাচল ব্যাহত হয়।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ু ও নিন্মচাপে গত তিন দিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। ২৪ ঘন্টায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও মূলত বেশি বৃষ্টি হয় সকাল ৭টা থেকে ৮ টার মধ্যে। এক ঘন্টার এই বৃষ্টিতেই তলিয়ে গেছে নগরীর বিভিন্ন নিচু এলাকা। নালা, নর্দমা, খাল উপচে রাস্তা-ঘাট ছাপিয়ে বৃষ্টির পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও দোকানপাটে। এতে চরম দুর্ভোগে পরেছেন নগরবাসী। তবে সাগরে ভাটা থাকায় জলাবদ্ধতা মারাত্মক আকার ধারন করেনি। আবহাওয়া অফিস বলছে আগামী আরো ৩/৪ দিন এমন থেমে থেমে বৃষ্টি হবে। জোয়ারের সময় বৃষ্টি হলে শহরের নিচু এলাকা তলিয়ে যাবে। এদিকে টানা বৃষ্টিতে টাইগারপাস এলাকায় পাহাড় ধসে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।