মেঘনা নদীতে ১৭৭ কোটি টাকা ব্যয়ে এক কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ শুরু
- আপডেট সময় : ০৪:২৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
- / ১৭০৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হাওর অঞ্চলের মেঘনা নদীর উপর ১৭৭ কোটি টাকা ব্যয়ে এক কিলোমিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ কাজ চলছে। জেলার সবচেয়ে বড় এই সেতুর কাজ শেষ হলে স্থলপথে ব্রাহ্মণবাড়ীয়া হয়ে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশে যাতায়াত করতে পারবেন হাওরবাসী।
কিশোরগঞ্জের শতভাগ হাওর অধ্যুষিত উপজেলা ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম। একসময় এসব উপজেলার মানুষ এক উপজেলা থেকে অন্য উপজেলাসহ জেলা শহরে যাতায়াত করতো পায়ে হেঁটে এবং নৌকায়। ২০২০ সালে তিন উপজেলা সংযুক্ত করে প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩০ কিলোমিটার অলওয়েদার সড়কপথ। শুকানো মৌসুমে ভেসে ওঠা ডুবন্ত সড়ক দিয়ে হাওরবাসী যাতায়াত করলেও বর্ষায় ভরসা শুধু নৌকা।
এই দুর্দশা লাঘবে জেলার হাওর সীমান্ত দিয়ে বয়ে চলা মেঘনা নদীর উপর শুরু হয়েছে এক সেতু নির্মাণ কাজ। কাজ শেষ হলে হাওরাঞ্চলের সাথে যোগাযোগ সহজ হবে সারাদেশে। এতে খুশি অবহেলিত হাওরাঞ্চলের মানুষ।
সেতু নির্মাণের পর কৃষি-স্বাস্থ্য-শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থাসহ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা স্থানীয় সংসদ সদস্যের।
নির্ধারিত মেয়াদের আগেই সেতুর কাজ সম্পন্ন হবে, এমন আশ্বাস স্থানীয় সরকার অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর।
২০২৫ সালের অক্টোবর মাসে সেতুর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।