একুশ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে সারাদেশে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

- আপডেট সময় : ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
২১শে আগস্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। বিক্ষোভ মিছিল থেকে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এছাড়া, শোক রেলি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন জেলায়।
২১শে আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি মোসলেম উদ্দীন এমপির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ। সকালে কুমারপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে ২১ আগস্ট নিহতদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা।
২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ময়মনসিংহে প্রতিবাদ সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর টাউন হলে এসব কর্মসূচি পালন করে জেলা আওয়ামী লীগ। এসময় গ্রেনেড হামলায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে গোপালগঞ্জে শোক রেলী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যার নেতৃত্বে সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি শোক রেলী বের করা হয়।
গ্রেনেড হামলাকারীদের বিচারের রায় দ্রুত কার্যকর ও বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন সমাবেশে করেছে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। এসময় সমাবেশে বক্তারা গ্রেনেড হামলাকারীদের রায় দ্রুত কার্যকর করার দাবী জানান।
নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যেগে শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
গ্রেনেড হামলায় ২৪ জন নেতাকর্মী হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে।
চাঁদপুরে গ্রেনেড হামলায় শহীদদের স্বরণে হাইমচর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারির নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি শোক রেলী বের হয়।পরে গ্রেনেড হামলায় নিহত আবদুল কুদ্দুস পাটোয়ারীর সমাধিতে পুষ্প অর্পণ করে নেতাকর্মীরা।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ।