একুশে পদক পুরস্কারপ্রাপ্ত কবি কাজী রোজী মারা গেছেন
- আপডেট সময় : ০১:১৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
একুশে পদক পুরস্কারপ্রাপ্ত কবি কাজী রোজী মারা গেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও পেয়েছেন।
করোনার সঙ্গে লড়ে ২১ দিন পর না ফেরার দেশে চলে গেলেন বরেণ্য এই রাজনীতিবিদ। শনিবার মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যান সাবেক এই এমপি। বিশিষ্ট কবি কাজী রোজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, কবিতার পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারে তার সাহসী ভূমিকা স্মরণীয় থাকবে। প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। কাজী রোজীর মরদেহ হাসপাতাল থেকে সেগুনবাগিচার বাসভবনে নেয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে মিরপুরে দাফনের কথা রয়েছে বলে জানা গেছে। এর আগে, শারীরিক জটিলতা নিয়ে গত ৩০ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ১৯৪৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরায় কাজী রোজী জন্মগ্রহণ করেন।