একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রতিহিংসা থেকে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হয়েছে : ফখরুল
- আপডেট সময় : ০৮:১৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ১৬২৯ বার পড়া হয়েছে
একুশে আগস্টের গ্রেনেড হামলার মামলায় প্রতিহিংসা থেকে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। নির্বাচনকে সামনে রেখে সরকার ভয়াবহ কিছু ঘটিয়ে বিরোধী দল নিশ্চিহ্ন করতে চায় বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঠিক করতে, রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব, একুশে আগস্টের হামলাকে দেশের রাজনীতির ইতিহাসের জঘন্য ঘটনা উল্লেখ করে, এব্যাপারে দলের অবস্থান তুলে ধরেন।
কয়েকটি রাজনৈতিক দলের ভারত সফরের বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি।
দেশ সবচেয়ে সংকটময় সময় পার করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন সামনে রেখে সরকার ভয়াবহ কিছু পরিকল্পনা করছে।
আগামী পয়লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।