একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টায় এই অধিবেশন শুরু হয়। করোনা মহামারির মধ্যে অনুষ্ঠিত অন্য অধিবেশনগুলোর মতোই কঠোর স্বাস্থ্যবিধি মেনে যোগ দেন সংসদ সদস্যরা। কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকা সংসদ সদস্যরাই অধিবেশনে যোগ দিচ্ছেন।
অধিবেশনের শুরুতেই বিরোধী দল- জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও প্রবীণ আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের ইন্তেকালে সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়া সাবেক এক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সাবেক পাঁচ সংসদ সদস্য ও বিশিষ্টজনদের মৃত্যুতেও শোক প্রস্তাব গ্রহণ করা হয়। করোনার কারণে প্রতিদিন ১০০ থেকে ১২০ জন সংসদ সদস্যের উপস্থিতিতে এই অধিবেশন বসবে।চলতি সপ্তাহে সংসদের বৈঠকগুলোতে নিয়মিত কার্যক্রম অনুষ্ঠিত হবে। নতুন কিছু বিল ও আগে উত্থাপন করা কয়েকটি বিলের রিপোর্ট উপস্থাপন ও পাসের কার্যক্রম সম্পন্ন করা হবে। অধিবেশনের শেষ দিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭-এর আওতায় দুই বা তিন দিন বিশেষ আলোচনা হতে পারে।