একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন চট্টগ্রাম মহেশখালীর এক গৃহবধূ

- আপডেট সময় : ০৯:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫০০ বার পড়া হয়েছে
একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন চট্টগ্রামের মহেশখালী পৌরসভার বাসিন্দা কোহিনুর আক্তার নামের এক গৃহবধূ। এর মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে।
দুপুরে টেকনিক্যাল এলাকার বেসরকারি সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় এই চার শিশু। সব ধরণের পরীক্ষা নিরীক্ষায় ঝুঁকিমুক্ত নিশ্চিত হওয়ার পর দুপুরে শিশুদের ক্যামেরার সামনে নিয়ে আসে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রসূতি বিভাগের প্রধান নাসিমা আকতার জানান, চার মাস আগে গর্ভবতী অবস্থায় কোহিনুর আক্তারকে নিয়মিত চেক-আপের জন্য হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরীক্ষা-নিরীক্ষায় তার গর্ভে প্রথমে তিনটি সন্তানের অস্তিত্ব পাওয়া যায়। এ কারণে নির্ধারিত সময়ের আগেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার প্রসব বেদনা উঠলে অস্ত্রপচারের মাধ্যমে অপ্রত্যাশিতভাবে চার সন্তানের জন্ম দেন তিনি। মা ও শিশুদের সবাই সুস্থ আছেন বলেও জানান তিনি।