গোপালগঞ্জে একদিকে ঘনঘন লোডশেডিং এ অতিষ্ঠ গ্রাহকদের এখন ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে ভূতুড়ে বিদ্যুত বিল। বিদ্যুত ব্যবহারের তুলনায় কয়েক গুন বেশি বিল গ্রাহকদের হাতে ধরিয়ে দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড’ ওজোপাডিকো। বিলের পরিমান হাজার থেকে ছড়িয়েছে লাখ টাকা পযর্ন্ত। এ বিষয়ে অভিযোগ করেও কোন সমাধান পাচ্ছে না গ্রাহকেরা।
পরেশ সরকার পেশায় দর্জি। বিগত মাসগুলোতে বাসার বিদ্যুৎ বিল দিয়েছেন ১ হাজার থেকে ১২’শ টাকার মধ্যে। কিন্তু আগষ্ট মাসে তাকে ১ লাখ ১৭ হাজার ৩৮ টাকার ভূতুড়ে বিল ধরিয়ে দিয়েছে গোপালগঞ্জ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। পরে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে সেই বিল করে দেয়া হয় মাত্র ১৬২ টাকা।
গোপালগঞ্জে বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় ২৩ হাজার। গত কয়েক মাস ধরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকরা। বিগত মাসগুলোর তুলনায় আগষ্ট মাসের বিদ্যুৎ বিল করা হয়েছে ৪ থেকে ৫ গুণ। এমনকি হাজার টাকার বিল ছাড়িয়েছে লাখ টাকায়। এতে ভোগান্তিতে পড়েছে গ্রহকেরা।
বিদ্যুৎ বিভাগের মিটার রিডার বাড়ীতে না গিয়েই এসব বিল তৈরী করেছেন। এছাড়া পূর্বের পরিশোধ করা বিলও পুনরায় যোগ করা হচ্ছে। বিদ্যুৎ অফিসে গিয়ে এর কোন সমাধান পাওয়ার বদলে হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। দ্রুত ভোগান্তি কমানোর দাবি ভুক্তভোগীদের।
এসব বিল সমন্বয় করা হচ্ছে, জানিয়ে বিদ্যুৎ বিভাগের এ কর্মকর্তা বলেন, ডিসেম্বরে প্রিপেইড মিটার বসলে এ ভোগান্তি থাকবে না। ভোগান্তি ও হয়রানী কমতে দ্রুত ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী গ্রাহকদের।