২০২৪ এর জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার আনিসুর রহমান। তিনি বলেন, একদল নয়, সব দলের রেফারি হয়েই কাজ করবে ইসি।
নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ইসি আনিস মনে করেন, সব দলকে নির্বাচনে আনা চ্যালেঞ্জ। তবে, বিএনপিও নির্বাচনে আসবে বলে আশা করেন তিনি। ইভিএমের বাজেট সংশোধনের বিষয়ে তিনি বলেন, সরকার অনুমোদন দিয়ে দেবে। এতে কোনো সমস্যা হবে না। গত কয়েক মাসে কমিশনের কাজের ক্ষেত্রে সরকারের চাপ নেই বলেও জানান তিনি। গাইবান্ধার পুরো রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষন করা হয়েছে। মাঠের বাস্তবতায় তাদের মধ্যে ভয় তৈরী করেছে। তার আলোকে আগামী ভোটে মাঠ প্রশাসনের কর্মকর্তারা সুষ্ঠু দায়িত্ব পালন করবেন বলেও জানান, ইসি আনিস।