একদফা দাবিতে টানা কর্মসূচি নিয়ে আজও রাজপথে আছে বিএনপি

- আপডেট সময় : ১২:১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৩০ বার পড়া হয়েছে
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে টানা কর্মসূচি নিয়ে আজও রাজপথে আছে বিএনপি। ভৈরবে বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। বাসস্ট্যান্ডের দূর্জয় মোড়ে মিছিল নিয়ে দলে দলে জড়ো হন তারা।স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন সমাবেশস্থল।
রোডমার্চের সঙ্গে আছেন দলের স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা। পথে পথে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের শেরপুরে সমাবেশ হবে। ‘এক দফা’ দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক ধরে ভৈরব-ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার হয়ে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ হবে। সিলেটের পর ২৩ সেপ্টেম্বর বরিশাল থেকে পটুয়াখালী, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ এবং ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি। এদিকে দলে দ্বন্দ্ব-বিভাজন মিটাতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই শতাধিক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।