একদফার আন্দোলনে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে : ফখরুল
- আপডেট সময় : ০৯:৩৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
একদফার আন্দোলনের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে শিগগিরই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। চলমান আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতে বিএনপি কাজ করছে বলেও জানান মির্জা ফখরুল।
চলমান আন্দোলন আরো বেগবান করতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসাবে, রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির সাথে বৈঠক করে বিএনপির লিয়াঁজো কমিটি।
দেড় ঘন্টার বৈঠকে বিএনপি মহাসচিবসহ দুই দলের শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, সরকারের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে।
আওয়ামী সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, এ বিষয়ে সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে বিএনপি কাজ করবে বলেও জানান তিনি। গণফোরাম ও পিপলস পার্টির পক্ষে এ্যাডভোকেট সুব্রত চৌধুরী জানান, আন্দোলনকে চুড়ান্ত পর্যায়ে নিতে যেতে শিগগির যৌথ ঘোষণা আসবে।