এই সরকার অধীনে আর কোন নির্বাচনের স্বপ্ন বাস্তবায়ন হবে না : ইসলামী আন্দোলন
- আপডেট সময় : ০২:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
এই সরকার অধীনে আর কোন নির্বাচনের স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বাইতুল মোকাররমের উত্তর পূর্বে নির্ধারিত কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন। বলেন, সরকারের পদত্যাগ না
হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ নির্বাচন কমিশনের অবিলম্বে পদত্যাগ দাবি করেন, সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতী ফয়জুল করীমসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ ও সিইসি’র পদত্যাগের দাবিতে বায়তুল মোকাররম সামনে গণমিছিল পূর্বক সংক্ষিপ্ত সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বরিশালে সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হওয়ায় সরকার ও ইসির সমালোচনা করেন দলটির কেন্দ্রীয় নেতারা।
প্রধান নির্বাচন কমিশনারের কাণ্ডজ্ঞানহীন বক্তব্যের জন্য তাকে মানসিক বিকারগ্রস্ত উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন, দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
সরকার প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ উল্লেখ করে আওয়ামী লীগ সরকারেরও পদত্যাগ দাবি করেন তিনি।
পরে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয় নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল। মিছিলটি পল্টন নাইটেঙ্গেল মোর হয়ে শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ ব্যরিকেড দিয়ে আটকে দেয়।