এইচএসসি পরীক্ষার ফল পেয়ে বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতেছেন শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৭:৪৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ১৯০৬ বার পড়া হয়েছে
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পেয়ে বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতেছেন শিক্ষার্থীরা। ভাল ফলাফলের জন্য শিক্ষক ও অবিভাবকদের কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে দেশের কল্যাণে কাজ করার আশ্বাসও ছিল শিক্ষার্থীদের কন্ঠে। সম্মিলিত প্রচেষ্টায় ভাল ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে মনে করেন শিক্ষক ও অবিভাবকরা। তবে এবারের পাশের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পেয়ে শিক্ষার্থীদের বাঁধভাঙ্গা এ উচ্ছাস। স্বপ্ন জয়ের। শিক্ষা জীবনের নানা বাঁধা ডিঙ্গিয়ে অবশেষে সাফল্য প্রাপ্তি, তাই আনন্দটাও একটু বেশি। হরতাল-অবরোধের কারণে শিক্ষার্থীদের আনন্দ উদযাপনে কোন ঘাটতি ছিল না। তারুণ্যের চোখে মুখে স্বপ্ন এখন বিশ্বজয়ের। এ অর্জনের মাহেন্দ্রক্ষণে উচ্ছ্বাস, আনন্দের ভিড়েও শিক্ষার্থীরা ভুলে যায়নি অভিভাবক আর শিক্ষকদের অবদানের কথা। সন্তানদের অর্জনে গর্বিত অভিভাবকরাও। সন্তানদের নিয়ে দিগন্ত জোড়া স্বপ্নের কথা জানান তারা। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানান শিক্ষকরা। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে মোট জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৫৯৫ শিক্ষার্থী। যা গতবারের তুলনায় প্রায় অর্ধেক।