এইচএসসি ও সমমান পরীক্ষায় এবারের পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ
- আপডেট সময় : ০৭:৩১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ১৭৪০ বার পড়া হয়েছে
এইচএসসি ও সমমান পরীক্ষায় এবারের পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এবছর কমেছে পাসের হার। ছেলেদের থেকে মেয়েরা ৩ দশমিক ৮১ শতাংশ বেশী পাস করেছে। পাসের হারে শীর্ষে বরিশাল র্বোড আর সর্বনিম্নে যশোর বোর্ড। জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৫৯৫ শিক্ষার্থী। যা গতবারের তুলনায় প্রায় অর্ধেক। দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে প্রেস ব্রিফিং-এর আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, শিক্ষামন্ত্রী বলেন, এবছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। যা গতবারের থেকে বেশী। শিক্ষামন্ত্রী আরো জানান, ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ। সর্বোচ্চ পাশ করেছে বরিশাল ৮০ দশমিক ৬৫ শতাংশ। সর্বনিম্ন পাসের হার যশোরে ৬৯ দশমিক ৮৮।
এছাড়া চট্টগ্রাম ৭৪.৪৫ শতাংশ, কুমিল্লা ৭৫.৩৯ শতাংশ, যশোর ৬৯.৮৮ শতাংশ, ময়মনসিংহ ৭০. ৪৪, দিনাজপুর ৭৪.৪৮, সিলেট ৭১.৬২, রাজশাহী ৭৮. ৪৬ শতাংশ। আর মাদ্রাসায় ৯০.৭৫, কারিগরি শিক্ষা বোড ৯১,৯৫ শতাংশ। এ বছর সকল শিক্ষা বোর্ডে মেয়েরা পাশ করেছে বেশি। পরিসংখ্যানে তা দাঁড়ায় প্রায় ৩ দশমিক ৮১ শতাংশ। ২৭ তারিখ থেকে ৩ তারিখ পযন্ত পুন:নিরীক্ষণের করা যাবে বলেও জানান দীপু মনি।