ঋণ বাড়িয়ে মন্দার ধাক্কা মোকাবিলার কৌশল জাতীয় বাজেটে
- আপডেট সময় : ০১:২৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন বসছে আগামীকাল বুধবার। এ অধিবেশনেই পরদিন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উত্থাপন করবেন প্রায় সাড়ে ৫ লক্ষ কোটি টাকার জাতীয় বাজেট। যাতে সরকারের ঋণ বাড়িয়ে মন্দার ধাক্কা মোকাবিলার কৌশলকে প্রাধান্য দেয়া হয়েছে। বরাদ্দ বাড়ছে স্বাস্থ্য ও কৃষিখাতে।
করোনা মহামারিতে ২০২০-২১ অর্থবছরে নানা অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা করতে হবে বাংলাদেশকে। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হলেও এবার করোনার কারণে সংক্ষিপ্ত হবে। আর স্বাস্থ্যবিধি মেনে সংসদ সদস্যদের উপস্থিতিও হবে সীমিত পরিসরে। সংসদ সদস্যরা চার ভাগে তিন দিন করে উপস্থিত থাকবেন।
এবার বাড়ছে বাজেটের আকার। আর ঘাটতি পুরণের অর্থ সংস্থানে এক তৃতীয়াংশেরও বেশি থাকবে ঋণ। বিভিন্ন খাতে তা বন্টনের মাধ্যমে অর্থনীতিকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী।
জনগণের স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন করা হচ্ছে জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, স্বাস্থ্য ও কৃষিখাতে প্রায় ৬০ শতাংশ বরাদ্দ বাড়ছে এবার।
মন্ত্রী আরো জানান, করোনার কারণে থমকে যাওয়া অর্থনীতিতে অভ্যন্তরীণ রাজস্ব আদায় যেমন কঠিন হবে, তেমনি এর প্রভাব পড়তে পারে ব্যয়ের খাত নির্ধারণে। পাশাপাশি অর্থনীতিকে সচল রাখতে আগের বছরগুলোর তুলনায় এবার মোট দেশজ উৎপাদনের ৫ শতাংশের বেশি ব্যয়ের প্রস্তাব আসতে পারে।