ঋণের বোঝায় জর্জরিত জাতিকে মুক্ত করতেই বিএনপি ও সমমনা দলের আন্দোলন : নজরুল ইসলাম খান
- আপডেট সময় : ০৫:১৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭২০ বার পড়া হয়েছে
সরকার পদত্যাগের এক দফা দাবিতে কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচির অংশ হিসেবে বরিশাল বিভাগীয় রোডমার্চ শুরু হয় সকাল ১১টায়। বৈরি আবহাওয়ায় ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, বরগুনা ও পিরোজপুরের নেতাকর্মীরা অংশ নেন। নগরীর ভিলেজ পার্কে জড়ো হন তারা। রোডমার্চের শুরুতে দলের নেতা নজরুল ইসলাম খান বলেন, ঋণের বোঝায় জর্জরিত জাতিকে মুক্ত করতেই বিএনপি ও সমমনা দলের আন্দোলন। ঘোষিত কর্মসূচিতে সবাইকে যোগ দেয়ার আহ্বানও জানান তিনি। মজিবুর রহমানের তথ্যে ছবি তুলেছেন নারায়ন সাহা।
সরকার পতনের একদফা দাবিতে কেন্দ্র ঘোষিত বরিশাল থেকে পিরোজপুরের রোডমার্চে অংশ নেন হাজারো নেতাকর্মী।
বিভাগের ৪২টি উপজেলা থেকে নৌ ও সড়ক পথে হাতে জাতীয় ও বিএনপি দলীয় পতাকা নিয়ে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে জড়ো হন তারা।
রোডমার্চে শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জানান, সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ঋণের বোঝায় জর্জরিত জাতিকে মুক্ত করতেই বিএনপি ও সমমনা দলের এই আন্দোলন। দুর্নীতির খেসারত দিতে গিয়ে হালাল রুজি করে কেউই সংসার চালাতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি।
সরকার পতনের এক দফা দাবিতে চলমান রোডমার্চ আগামী দিনে বৃহত্তর আন্দোলনের প্রাক প্রস্তুতি বলেও জানিয়েছেন তিনি।
পরে বৈরি আবহাওয়ায় উপেক্ষা কের শুরু হয় রোডমার্চ কর্মসূচি। বরিশাল থেকে পিরোজপুর পর্যন্ত ৮০ কিলোমিটার রোডমার্চে অংশ নেন দলের বিপুল নেতাকর্মী।