উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জিতেছে চেলসি, বার্সেলোনা, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেড

- আপডেট সময় : ০৮:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আলাদা ম্যাচে জিতেছে চেলসি, বার্সেলোনা, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেড। মালমোকে ৪-০ গোলে হারিয়ে বড় জয় পেয়েছে চ্যাম্পিয়ন চেলসি।
বেনফিকার সঙ্গে ১-০ গোলে জিতেছে বার্সা। একই ব্যবধানে পিটার্সবার্গকে হারিয়েছে জুভেন্টাস। আর দারুণ প্রত্যাবর্তনের গল্প রচনা করেছে ম্যানচেস্টার ইউনাইটেডও। ২ গোলে পিছিয়ে পড়েও তারা আটালান্টাকে হারিয়েছে ৩-২ ব্যবধানে। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শুরুতেই পিছিয়ে পড়ে রেড ডেভিলস। ম্যাচের ১৫ মিনিটে পাসালিচের গোলে এগিয়ে যায় আটালান্টা। ২৮ মিনিটে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন দেমিরাল। প্রথমার্ধের শেষ দিকে দুটি সহজ সুযোগ মিসে ব্যবধান কমানো হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে বিরতির পর মার্কাস রাশফোর্ডের গোলে ব্যবধান ২-১ করে স্বাগতিক শিবির। ৭৫ মিনিটে স্কোর শিটে নাম তোলেন ম্যাগুয়ের। সমতায় ফেরে রেড ডেভিলস। শেষ দিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর হেডে জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের। এই জয়ে এফ গ্রুপের শীর্ষে এখন ইংলিশ ক্লাবটি।