উৎপাদনে ফিরেছে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা
- আপডেট সময় : ০৫:৪৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৭২ বার পড়া হয়েছে
সরকার, মালিক এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর প্রচেষ্টায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে পোশাক কারখানায়। আশুলিয়ার বেশিরভাগ কারখানায় উৎপাদন চললেও, অজানা রহস্যে আজও বন্ধ দেখা গেছে ৪৯টি কারখানা। বিভিন্ন দাবিতে গত দু’ সপ্তাহ ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে চলছে শ্রমিক অসন্তোষ। সেই পরিস্থিতি আজ দেখা না গেলেও কিছু প্রতিষ্ঠান উৎপাদন বন্ধ রেখেছে। এর মধ্যে ৩৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এছাড়া ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আশুলিয়া শিল্পপুলিশ-১’এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, শিল্পাঞ্চল আশুলিয়ায় মোট কারখানা রয়েছে ১ হাজার ৮৬৩টি। এর মধ্য অধিকাংশ কারখানাই পোশাক কারখানা। গত কয়েক দিনের চেয়ে আজ শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। কোথাও কোনো শ্রমিক বিক্ষোভ নেই। কারখানাগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, রেব ও শিল্প পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।