ঢাকা-১৮ আসনে উপ নির্বাচনে ভোট গ্রহণের মধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে আগুন দেয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার ওয়ালিদ হোসেন । তিনি জানান, মতিঝিল, প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয় মোড়, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও শাহবাগ এলাকায় বাসে আগুন দেয়া হয়।
ঢাকা ১৮ উপ-নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল, নয়াবাজার, প্রগতি সরণীর বারিধারা, ভাটারা ও শাহজাহানপুর এলাকায় সাতটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়া হয়।
আগুন দেয়ার প্রথম খবর ছড়িয়ে পড়ে বেলা ১২টায় রাজধানীর নয়াপল্টন মোড়ে। পরের ঘটনা বেলা সোয়া ১টার দিকে। গুলিস্তানে গোলাপ শাহ মাজারের কাছে ভিক্টোরিয়া পরিবহনের একটি বাসে এবং নয়াপল্টনে বিএনপি অফিসের বিপরীত দিকে কর বিভাগের বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বেলা দেড়টার দিকে কাঁটাবন মোড়ে রজনীগন্ধা পরিবহনের বাসে আগুন দেয়া হয়। এরপরে ২টার দিকে হাইকোর্ট মোড়ে আগুন দেয়া হয় দেওয়ান পরিবহনের বাসে।
ফারায় সার্ভিস বলছে ঘটনাটি পরিকল্পিত,বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে আগুন দেয়া হয়েছে।
বাসে আগুন দেয়ার ঘটনায় জড়িত সন্দেহে উত্তরা থেকে একজনকে ককটেলসহ গ্রেফতার করেছে পুলিশ। উপ-নির্বাচনকে কেন্দ্র করেই এই নাশকতার পরিকল্পনা, জানান ডিএমপি মুখপাত্র ওয়ালিদ হোসেন।
অগ্নিকাণ্ডগুলো পূর্ব পরিকল্পিত, যাত্রীবেশে বাসে উঠে কেউ আগুন দিয়েছে বলেও জানায় পুলিশ