উপজেলা নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষে আহত ৫

- আপডেট সময় : ০১:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
- / ১৯৮৫ বার পড়া হয়েছে
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহীর দুর্গাপুর ও কালিগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।
সকালে দুর্গাপুরে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সরদার ও মোটরসাইকেল প্রতীকের শরীফুজ্জামান শরীফের সমর্থদের মাঝে ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এছাড়া কালীগঞ্জে একই প্রার্থীদের সমর্থকদের মধ্যে অস্ত্র প্রদর্শন নিয়ে নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এইদকে..নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের বাধা প্রদান ও মারপিটের ঘটনা ঘটেছে। ওই কেন্দ্রে শালিক প্রতীকের আসলাম উদ্দিনের কর্মিদের বিরুদ্ধে আনারস প্রতীকের শরিফুল ইসলামের সমর্থকদের মারপিট ও এজেন্টেদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া যায়।