উপকূলে স্বপ্ন দেখাচ্ছে ব্রি-৬৪ ও ৫৩ জাতের নতুন বোরো ধান
- আপডেট সময় : ১১:৫৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
তীব্র লবণাক্ততা, অনাবৃষ্টি ও নানা দুর্যোগের সাথে খাপ খাইয়ে সাতক্ষীরার উপকূলে কৃষকদের স্বপ্ন দেখাচ্ছে নতুন জাতের ব্রি ৬৪ ও ৫৩ বোরো ধান। জলবায়ুজনিত প্রভাব কাটিয়ে নতুন জাতের ধানবীজের সত্ত্ব ফিরে পাচ্ছে কৃষক। উচ্চ ফলনশীল হওয়ায় লাভের মুখও দেখছেন তারা। সার, কীটনাশক ও পানি কম লাগায় দিন দিন এই ধান চাষাবাদে আগ্রহ বাড়ছে চাষীদের।
জলবায়ু পরিবর্তনে সাতক্ষীরার উপকুলীয় অঞ্চলের জমিতে প্রতিনিয়ত বাড়ছে লবনাক্ততা। তবে, গত কয়েক বছরে এ অঞ্চলে লবনসহিষ্ণু বেশ কিছু বোরো ধানের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরমধ্যে নতুন জাতের ৬৪ ও ৫৩ বোরো ধান লবণসহিষ্ণু সক্ষমতা বেশি। ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি কৃষক। শ্যামনগর ও দেবহাটায় এই ধান চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন চাষিরা।
অধিক ফলন সম্পন্ন হওয়ায় নতুন জাতের এই ধান চাষে আগ্রহ প্রকাশ করছে কৃষকরা, জানালেন কৃষিবিদ।
লবণাক্ত অঞ্চলে এ জাতের ধান চাষ বাড়ালে লাভবান হবে কৃষক জানায়, কৃষি বিভাগ।
আগামীতে নতুন জাতের এই ধান চাষাবাদ কৃষকের মুখে হাসি ফোটাবে, এমনটাই মনে করেন চাষিরা।