উন্নয়ন প্রকল্পে অপচয় দুর্নীতি কমাতে একনেকে নতুন নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
- / ১৫৯০ বার পড়া হয়েছে
উন্নয়ন প্রকল্পে অপচয় দুর্নীতি কমাতে একনেকে নতুন নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন তথ্য জানিয়েছেন পরিক্ল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, দুর্নীতির চাইতেও বড় হল অপচয়। তাই সে ব্যাপারে ও নজর রাখা হচ্ছে। দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী জানান, বিদেশে একই প্রকল্পের জন্য বারবার যাবার বিষয়েও বিধিনিষেধের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্পসহ গুরুত্বপূর্ণ পাঁচ প্রকল্পে অনুমোদন দিতেই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি -একনেকের এই বৈঠক।এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে চার হাজার ৬৩৬ কোটি ৮০ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে যাবে এক হাজার ৪৭৬ কোটি চার লাখ টাকা। এছাড়া বাকি তিন হাজার ১৬০ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় হবে বৈদেশিক সহায়তা থেকে।
একনেক বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত জানান পরিকল্পনামন্ত্রী। প্রধানমন্ত্রীর নর্দেশনা জানাতে গিয়ে তিনি বলেন, অপচয় দর্নীতির চেয়েও ভয়ঙ্কর। দুর্নীতি হলেতো তা ধরা যায়, কে কত টাকা খেয়ে ফেলেছেন। কিন্তু প্রকল্পর অপচয় নির্ধারণ করা সম্ভব নয়।অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রকল্পে জনবলসহ প্রক্রিয়াকরণ, বিদেশ যাত্রা ও অর্থায়নের ধাপ যাতে কমানো যায় সেজন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই ব্যক্তি একাধিক কাজ পাওয়া ও প্রকল্প ব্যয় কমাতে নতুন পদ্ধতি খুঁজে বের করতে শিগগিরই বৈঠকে বসবে পরিকল্পনা মন্ত্রণালয় বলেও জানান এমএ মান্নান।