উদ্বোধনের দুই বছর পেরিয়ে গেলেও মাদারীপুরে চালু করা যাচ্ছে না ইনস্টিটিউট অব হেলথ টেকনোলোজি
- আপডেট সময় : ০৬:৩৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
উদ্বোধনের দুই বছর পেরিয়ে গেলেও চালু করা যাচ্ছে না ইনস্টিটিউট অব হেলথ টেকনোলোজি। দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরী না হওয়ায় আধুনিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলাবাসী। জনবল ছাড়াই এবছর শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি উদ্বোধন হয় মাদারীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের ইনস্টিটিউট অব হেলফ টেনকোলোজি। দুই বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি এর কার্যক্রম। প্রতিবছর সাড়ে তিনশ’ শিক্ষার্থী আবাসিক ও অনাবাসিকভাবে ভর্তি সুযোগ রয়েছে। বিষয় রয়েছে প্যাথলজিস্ট, মেডিকেল ল্যাব নেকটিশিয়ান, ডেন্টাল, ফিজিওথেরাপী, স্বাস্থ্য পরিদর্শক।
জনবল ছাড়াই আগামী জুলাইতে শিক্ষা কার্যক্রম চালু করতে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
প্রতিষ্ঠানটি শিগগিরই চালু করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানায় জেলা প্রশাসন।
প্রতিষ্ঠানটিতে একাডেমিক ভবন, দুটি আবাসিক হোস্টেল, অধ্যক্ষকের বাসভবন, গাড়ি পার্কিংসহ একাধিক স্থাপনা রয়েছে। ইনস্টিটিউট অব হেলফ টেনকোলোজি ভবনটি চালু হলে এলাকায় স্বাস্থ্যসেবার ব্যাপক পরিবর্তণ আসবে বলে প্রত্যাশা করছেন জেলাবাসী।















