উত্তর মেরুর প্রাচীনতম পুরু বরফখণ্ডে প্রকাণ্ড এক গর্তের সৃষ্টি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
উত্তর মেরুর প্রাচীনতম ও সবচেয়ে পুরু বরফখণ্ডে প্রকাণ্ড এক গর্ত তৈরি হয়েছে। ফলে প্রাচীন ওই বরফখণ্ডটিতে ভাঙন দেখায় শঙ্কায় পড়ে গিয়েছেন বিজ্ঞানীরা।
উত্তর মেরুর সুনির্দিষ্ট ওই বরফখণ্ডটিকে ‘লাস্ট আইস অফ আর্থ’ বলা হয়ে থাকে। ওই বরফের চাদরে ফাটল ধরে একটি ফাঁকা অংশ তৈরি হয়েছে, যার নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই ধরণের ফাটলকে পলিনিয়া বলা হয়ে থাকে। প্রকৃতি বিজ্ঞানীদের অনুমান, উত্তর মেরুর জোরালো অ্যান্টিসাইক্লোনিক হাওয়ার জেরে পলিনিয়াটি তৈরি হয়েছিল। পরে সেটি বুজে গেলেও মেরুর ওই অংশ যে ঝুঁকিপূর্ণ, তা নিয়ে বিজ্ঞানীদের কোন সন্দেহ নেই। এভাবে চললে এই শতকের শেষে লাস্ট আইস পুরো নিশ্চিহ্ন হয়ে যাবে বলে আশঙ্কা বিজ্ঞানীদের।