উত্তরায় গার্ডার দুর্ঘটনায় দায়ীদের শাস্তিতে চীনের আপত্তি নেই

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিলে চীনের আপত্তি থাকবে না বলে জানিয়েছেন ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত একথা বলেন। ওই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। রাষ্ট্রদূত আরও বলেন, ঢাকা বিআরটি প্রকল্পের সড়ক ও জনপথ অংশের ঠিকাদারি প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল তদন্তের জন্য চীন থেকে বাংলাদেশে এসেছে। প্রতিনিধি দল গঠিত তদন্ত কমিটিকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।