উত্তরাঞ্চলে আবারো শৈত্যপ্রবাহের আভাস
- আপডেট সময় : ০৫:০৬:১১ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
মেঘ কেটে যাওয়ায় আজ থেকে বইতে পারে শীতের বাতাস। দেশের বেশিরভাগ এলাকার তাপমাত্রা কমতে পারে। উত্তরাঞ্চলে আবারো শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, মৌলভীবাজার জেলা এবং সীতাকুণ্ড উপজেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আজ রাতের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ কমে শীতের প্রকোপ বাড়বে। শুরু হবে শৈত্যপ্রবাহ। রংপুর, চট্টগ্রাম ও সিলেটের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
টানা দু’দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর সকাল থেকে আবারও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে পঞ্চগড়ে। রাতভর কনকনে শীতের পর, ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় চারদিক। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। বৃষ্টির ফোটার মত পড়ছে কুয়াশা। চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস।
কুড়িগ্রামেও বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। কয়েকদিনের বৃষ্টি আর বাতাসে কিছুটা কমলেও, আজ আবারো পড়েছে ঘন কুয়াশা।