উত্তরবঙ্গের সবচেয়ে বড় শুটকির আড়ত নীলফামারী সৈয়দপুরবন্দর
- আপডেট সময় : ১০:৫৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
- / ১৮০১ বার পড়া হয়েছে
উত্তরবঙ্গের সবচেয়ে বড় শুটকির আড়ত নীলফামারীর সৈয়দপুরবন্দর। খুলনা ও চট্টগ্রাম অঞ্চলসহ বিভিন্ন জায়গা থেকে শুটকি এনে সরবরাহ হয় আশপাশের জেলায়। এখান থেকে রপ্তানি হচ্ছে ভারতের বিভিন্ন প্রদেশে। ১৩টি আড়ত ও ৬৪টি খুচরা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গড়ে উঠেছে সৈয়দপুরের এই শুটকি বন্দর। বছরে প্রায় ১২০ কোটি টাকার শুটকি রফতানি হয় এই আড়ত থেকে। এখানে কাজ করে হাজারো শ্রমিকের চলছে সংসার। তবে এই কাঁচামাল রক্ষায় ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবী একটি শুটকি হিমাগারের। বরাদ্দ পেলে এই হিমারগার তৈরীর অশ্বাস মৎস্য বিভাগের।
নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় ১৯৮৩ সালে দুটি আড়ত ও কয়েকটি খুচরা দোকান নিয়ে গড়ে ওঠে শুটকি পল্লী। সময়ের সাথে বাড়ছে চাহিদা বেড়েছে এর পরিধিও। খুলনা, পাবনা, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে সামুদ্রিক ও মিঠা পানির ৫০ থেকে ৬০ প্রকার প্রজাতির মাছের শুটকি এনে বিক্রি করা হয় সৈয়দপুর আড়তে।এখান থেকে শীতের মৌসুমে ভারতের ত্রিপুরা, মিজোরাম, মনিপুরসহ পাহাড়ি অঞ্চলগুলোতে বেশি রফতানি হয় পুঁটি মাছের শুটকি। শুটকির মান ভালো হওয়ায় দুর দুরান্ত থেকে আসেন ক্রেতারা। অন্যান্য আড়তের থেকে দামে কম হওয়ায় বিভিন্ন অঞ্চলে ক্রেতার ছুটে আসেন এই আড়তের দিকে।
তবে এই বন্দরে একটি শুটকি হিমাগার করার দাবী দীর্ঘদিনের। ব্যবসায়ী নেতারা বলছেন, স্বল্প সুদে ঋণ পেলে নিজেরাই ওই বন্দরে একটি হিমাগার নির্মাণ করবেন। শুটকির গুনগত মান ঠিক রাখতে পরামর্শ ও নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে। শুটকিবন্দরটির প্রসারে সংশ্লিষ্টরা উদ্যোগী হবেন এমন প্রত্যাশা ব্যবসায়ীদের।