উত্তপ্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম
- আপডেট সময় : ১২:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
- / ১৯৫১ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে এক যুবককে হত্যার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম। পাহাড়ি-বাঙালি দফায় দফায় সংঘর্ষে খাগড়াছড়িতে তিনজন এবং রাঙ্গামাটিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটি শহরে ১৪৪ ধারার জারি করা হয়েছে। পরিস্থিতি এখনো থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো পার্বত্য চট্টগ্রামে কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে হত্যার জেরে দীঘিনালায় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। এ ঘটনার জেরে শুক্রবার সকালে রাঙামাটিতে পাহাড়ি-বাঙালী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটি শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনীর জানায়, শুক্রবার সকালে পাহাড়িদের একটি বিক্ষোভ মিছিল বনরূপা বাজারে এসে জামে মসজিদ এবং পথচারীদের ওপর হামলা চালালে এই সংঘর্ষের ঘটনা শুরু হয়। এ সময় বেশ কয়েকটি দোকানে অগ্নিসংযোগ চালানো হয়। এদিকে, সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দীঘিনালা লারমা স্কয়ারে যান জেলা প্রশাসক,পুলিশ সুপার ও দীঘিনালা জোন অধিনায়ক। এসময় সবাইকে শান্ত থাকার আহ্বান জানায় জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান। ঘটনার যাতে পুনারাবৃত্তি না ঘটে সেজন্য পাহাড়ি বাঙালি উভয়কে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান তিনি।
সংঘর্ষ ছড়িয়েছে রাঙামাটিতেও। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। পরে সংঘর্ষ শহরের কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাঙ্গামাটি শহরে ১৪৪ ধারা জারি করে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান জানান শহরের পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।