উচ্চ সংক্রমণের মধ্যে রোববার থেকে খুলে দেয়া হচ্ছে শপিংমল
- আপডেট সময় : ০৭:২৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
লকডাউনে চলাফেরা কমাতে সড়কে আইন শৃঙ্খলা-বাহিনীর তদারকি থাকলেও প্রয়োজনের তাগিদে তা মানানো যাচ্ছে না তেমন কাউকেই। তাই রাজধানীর সড়কগুলোর চিত্র নিত্যদিনের মতোই ঢিলেঢালা। অন্যদিনের মতো সড়কে গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত যান চলাচল ছিলো স্বাভাবিক। তবে, উচ্চ সংক্রমণের মধ্যে রোববার থেকে শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ।
ঢাকার ধানমন্ডি কলাবাগান মোড়ে–করোনা সংক্রমণরোধে পুলিশের পক্ষে জনসচেতনার নিয়োজিত এই ক্যাম্পেইন যানটিও ঝিমিয়ে পড়েছে লকডাউনে বিধিনিধেষের সব কার্যক্রম।
গণপরিবহন ছাড়া সড়কে রয়েছে অসংখ্য যানবাহন। তার মধ্যে আইনের আওতায় নেয়া হচ্ছে সামান্য কয়েটকি মোটরসাইকেলকে।
লকডাউনে চলাচলের বিধিনিষেধ আওতার বাইরে থাকলে গুণতে হচ্ছে অর্থ।
মগবাজার এলাকায় প্রয়োজনে ঘর থেকে রেব’র জেরার মুখে পড়েন কয়েকজন।
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব সম্পর্কে কোন মন্তব্য না করলেও ভুক্তভোগীরা তাদের প্রয়োজনের কথা তুলে ধরেন।
এদিকে,চলমান লকডাউনের মধ্য রোববার থেকে দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানান সাধারণ মানুষ।






















