এবারের ঈদ জনগণের জন্য কোন আনন্দের বার্তা আনতে পারেনি : ফখরুল
- আপডেট সময় : ০২:১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩
- / ১৬০২ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হওয়ায় এবারের ঈদ জনগণের জন্য কোন আনন্দের বার্তা আনতে পারেনি। এই দিন নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্তরা উৎসব করতে পারছে না। যে কারণে গত এক বছর ধরে বিএনপি দ্রব্যমূলের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে।
সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাস ভাবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব আরো বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে ব্যর্থ সরকার অর্থনীতি, দ্রব্যমূল ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারেনি। যে কারণে দেশের অর্থনীতি বিপর্যয়ের দিকে চলে গেছে। এই দুরবস্থা থেকে নিজেদের মুক্ত করার জন্যই আন্দোলন সংগ্রামের জনগণ যোগ দেবেন এবং সরকারকে বাধ্য করবেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ।পরে তিনি সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে।
এদিকে..বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন হলো বিদেশে টাকা পাচার ও লুটপাটের প্রজেক্ট। সরকারের লুটপাটের কারণে দেশ আজ সংকটে, মানুষ সাচ্ছন্দে ঈদ করতে পারছে না।
সকালে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি। এসময় জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ, সূরা ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পর মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্র হরণ করেছে। আন্দোলনের মাধ্যমে বিএনপি দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে। ঈদের পর থেকে আবারও রাজপথে আন্দোলন জোরদার করবে বিএনপি। শুধুমাত্র সরকার পতনের মাধ্যমেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ চলমান সংকট মোকাবিলা সম্ভব বলে দাবি করেন আব্বাস।