ঈদ ছুটি শেষে রেলষ্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের ভিড়
- আপডেট সময় : ০৩:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
ঈদ ছুটি শেষে রাজধানী ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা য়ায় রেলষ্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালে। সকাল থেকেই আগত যাত্রীদের ভিড়ে মুখর হয়ে ওঠে কমলাপুর ষ্টেশন। আগত মানুষের ভিড় ছিলো সদর ঘাট লঞ্চ টার্মিনালেও। তবে যাত্রী কম থাকায় লঞ্চ ছাড়তে দেরী হওয়ায় ভোগান্তির কথা জানান কেউ কেউ। এদিকে, মহাখালি বাস টার্মিনালে ঢাকা ফিরতি মানুষের সংখ্যা বেশি থাকলেও রাজধানী ছেড়ে যাওয়া যাত্রীর সংখ্যা ছিলো কম।
ঈদের ছুটি শেষে আবারো তিলোত্তমা নগরী রাজধানী ঢাকায় ফিরছেন–নাড়ীর টানে বাড়ি যাওয়া মানুষ। আগত যাত্রীদের কোলাহলে মুখর হয়ে ওঠে কমলাপুর স্টেশন। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া মানুষ জানালেন তাদের স্বস্তির কথা। তবে, এখনো বাড়ি ফেরা হয়নি অনেকের। ঝামেলা এড়াতে ঈদের পরই বাড়ি ফেরা সাচ্ছন্দ্যের বলে জানান কেউ কেউ। লঞ্চ টার্মিনালেও দেখা যায় ঢাকা ফেরা মানুষের ভিড়। বরিশাল, পটুয়াখালি, ভোলা, ঝালকাঠি থেকে ফিরছেন কর্মজীবী মানুষ। এদিকে, ফিরতি বাসে যাত্রীদের তেমন একটা চাপ ছিলো না মহাখালি বাস টার্মিনালে।