ঈদে রাজশাহী ও খুলনা বিভাগের জন্য নেই স্পেশাল ট্রেন
- আপডেট সময় : ১০:০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
ঈদে রাজশাহী ও খুলনা বিভাগের জন্য নেই কোনো স্পেশাল ট্রেন। ‘ঈদ স্পেশাল’ হিসেবে আট জোড়া ট্রেনের সাতটিই পেয়েছে পূর্বাঞ্চল। ফলে ঈদযাত্রা নিয়ে পশ্চিমাঞ্চলজুড়ে হাহাকার পড়ে যেতে পারে বলে আশঙ্কা নাগরিক সংগঠনগুলোর। তাদের অভিযোগ, বরাবরের মতোই আমলাদের বৈষম্যমূলক সিদ্ধান্তের কারণে বঞ্চিত উত্তর-পশ্চিমাঞ্চল। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, অপারেশনাল সমস্যা ও কোচ সংকটের কারণে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে স্পেশাল ট্রেন বরাদ্দ দেয়া যায়নি। জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন।
প্রতি বছরের মতো এবারো ঈদ উল ফিতরে যাত্রীদের বাড়তি চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদের আগে-পরে আট জোড়া স্পেশাল ট্রেন চলবে। তবে সাত জোড়া চলাচল করবে চট্টগ্রাম তথা পূর্বাঞ্চলে। আর মাত্র একজোড়া প্রস্তুত রাখা হচ্ছে জয়দেপুর- পার্বতীপুর রুটের জন্য। ঈদে রাজশাহী ও খুলনা বিভাগ পাচ্ছে না স্পেশাল ট্রেন। রেলওয়ের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ নাগরিক সংগঠনগুলো।
তাদের অভিযোগ, রেল প্রশাসনের বৈষম্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের জবাবদিহিতা না থাকায় জনগণ
রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।তবে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক বলছেন, অপারেশনাল সমস্যা ও কোচ সংকটের কারণে এবারো যমুনার এপারে স্পেশাল ট্রেন বরাদ্দ দেয়া হয় নি।
ঈদে যাত্রী পরিবহনের জন্য প্রতিটি আন্তঃনগর ট্রেনেই একটি করে অতিরিক্ত কোচ যুক্ত করা হবে বলে
জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।