ঈদের ২য় দিনে দুপুরের পর রাজধানীতে ঝুম বৃষ্টি
- আপডেট সময় : ০৮:০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
- / ১৬৪২ বার পড়া হয়েছে
ঈদের ২য় দিনে দুপুরের পর থেকে রাজধানীতে নামে ঝুম বৃষ্টি। ঘুরতে বেরিয়ে গণপরিবহন না পেয়ে ভোগান্তিতে পড়েন অনেকে। এছাড়া বৃষ্টির পানি জমে ঘরবন্দী থাকতে হয় অনেক এলাকার বাসিন্দাকে। এদিকে, আবহাওয়ার অধিদপ্তর জানিয়েছে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি আরও তিনদিন অব্যাহত থাকবে। এছাড়া, ৫ জেলায় ২৪ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভ্যাপসা গরমের পর বৃষ্টি স্বস্তি নিয়ে এসেছিল নগরীতে। তবে,এবার সেই স্বস্তির বৃষ্টিই পরিণত হয়েছে ভোগান্তিতে। ফাঁকা ঢাকায় যারা রয়ে গেছেন, বৃষ্টি তাদের স্বস্তি ও উচ্ছ্বাস কেড়ে নিয়েছে।
ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকে বৃষ্টির দেখা না মিললেও দুপুরের পর নামে ঝুম বৃষ্টি।এতে ঘুরতে বেরুনো নগরবাসী পড়ে চরম ভোগান্তিতে।
নগরীর প্রধান সড়কে বৃষ্টির পানি জমায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
আবহাওয়া অধিদপ্তর জানায়,
বৃষ্টি আরও তিন দিন থাকবে।রাজশাহীর, ঢাকা, সিলেট,রংপুর ও খুলনা বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির পানি জমার কারণে, ঈদের দ্বিতীয় দিনেও ঘরবন্দী থাকতে হয় নগরবাসীকে।