ঈদের পর দিন রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম অসহনীয় পর্যায়ে। শশার কেজি ১৬০ টাকা। বেড়েছে লেবু, কাঁচামরিচের দাম। দেশি, পাকিস্তানি, সোনালি, ব্রয়লারসহ সব রকম মুরগির দর আকাশচুম্বি। বিক্রেতারা বলছেন, ঈদের ছুটিতে পণ্য সরবরাহ কম থাকায় দাম চড়া।
ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ গ্রামে যাওয়ায়, ঢাকার বাইরে বেড়েছে নিত্যপণ্যের চাহিদা। ফলে রাজধানীতে কমেছে সরবরাহ। যার প্রভাব পড়ছে রাজধানীর কাঁচাবাজারে। দাম বেশি দিয়ে বাধ্য হয়েই প্রয়োজনীয় পণ্য বাধ্য হচ্ছেন মানুষ। শশার সাথে দাম বেড়েছে কাঁচামরিচের। ৬০ টাকার নিচে মিলছে না কোন সবজি। বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী পণ্য আসছে না, তাই পাইকারি বাজারে সবকিছুর দাম চড়া।
এদিকে, কেজিতে ৫০ থেকে ৮০ টাকা বেড়েছে সব রকম মাছের দাম। আর দেশি, পাকিস্তানি সোনালি ব্রয়লারসহ সব মুরগির দাম আকাশচুম্বি। বরাবরের মত সাধারণ মানুষ আবারও দাবি করে বলেন, সরকারের কার্যকর তদারকিই পারে বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে।