ঈদের দিনও বৃষ্টি হবে : আবহাওয়া বিভাগ
- আপডেট সময় : ০৭:৪৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
ঈদের দিনও বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, আগামী রোববার পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে। আগামী ২-৩ দিন ঢাকাসহ রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়বে বলেও জানান তিনি।
সকাল থেকেই রাজধানীরসহ সারাদেশে শুরু হয়েছে মুশলধারে বৃষ্টি। ক্রমেই তা বেড়ে চলছে।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। গতকাল বৃষ্টি কম হলেও আজ সকাল থেকেই নামে ঝুম বৃষ্টি। ঈদের ছুটি থাকায় রাস্তায় মানুষ ছিল কম। বৃষ্টির মধ্যে ঘর থেকে বেরিয়ে বিপাকে পড়েন অনেকেই।
আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, আজ ও কাল ঈদের দিনও এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে কাল দুপুরের পর আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে জানান তিনি।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।