ঈদের তৃতীয় দিনে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ
- আপডেট সময় : ০১:৫৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
ঈদের তৃতীয় দিনে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সকাল থেকেই আগত যাত্রীদের ভীড়ে মুখরিত কমলাপুর রেলষ্টেশন। তবে, ছুটি কাটাতে এখনো ফিরতে না পারা যাত্রীরা পরেছেন নানা ভোগান্তিতে।টিকিট স্বল্পতার পাশাপাশি ট্রেনে সিট না পাওয়ার ভোগান্তি ছিলো অনেকের।এদিকে,বাস টার্মিনালে একই ভোগান্তির শিকার হয়েছে ঘরমুখো যাত্রীরা।টিকিট না পাওয়ায় টার্মিনালে বসেই কাটাতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা।
পরিবারের সাথে ঈদ আনন্দ কাটিয়ে রাজধানী ঢাকায় ফিরতে শুরে করেছে বিভিন্ন জেলার মানুষেরা।আর তাই সকাল থেকেই কমলাপুর স্টেশন মুখর হয়ে ওঠে মানুষের কোলাহলে। ঈদ যাত্রা নির্বিঘ্নে ছুটি কাটিয়ে বাড়ি ফেরা এসব মানুষের চোঁখে-মুখে ছিলো তৃপ্তির ছাপ। তবে,এখনো বাড়ি না ফেরা মানুষের ভোগান্তি ছিলো চরমে।অনেক কষ্টে টিকিটের যোগাড় হলেও সিট না পেয়ে ক্ষোভ জানান অনেকে। এদিকে মহাখালি বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের ভোগান্তির চিত্র ছিলো একই রকম।টিকিট না পেয়ে ভোগান্তির কথা জানান তারা। সবচেয়ে বেশী ভোগান্তিতে থাকা ঢাকা-ময়মনসিংহ রোডের এনা পরিবহন জানান,যাত্রীর চাপ বেশী হওয়াতেই এমন পরিস্থিতি।