ঈদের ছুটি শেষে রাজধানী ফিরেছে অনেকটাই চিরচেনা রুপে
- আপডেট সময় : ০৯:০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
- / ১৬০২ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শেষে রাজধানী ফিরেছে অনেকটাই চিরচেনা রুপে। নগরীর অলিগলিতে যানজট না থাকলেও, প্রধান সড়কগুলোতে রয়েছে গাড়ির চাপ। বেড়েছে মানুষের চলাচল। যানজটের দেখা মিলছে গুরুত্বপূর্ণ সড়ক ও সিগনালে। তবে, রোববার থেকে রাজধানী পুরোদমে ফিরবে পুরনো চেহারায়।
স্বজনদের সাথে ঈদুল আযহার ছুটি কাটিয়ে, ফের যান্ত্রিক ও কোলাহল জীবনের কর্মস্থলে ফিরছে ঘরমুখো মানুষ। এতে তিলোত্তমা নগরী ফিরে পাচ্ছে পুরনো চেহারা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আলি গলিতে যানবাহন তেমন চোখে না পড়লেও প্রধান সড়কগুলোতে বেড়েছে গনপরিবহনের সংখ্যা।
ঈদের ছুটি শেষে রাজধানীর বেশিরভাগ মানুষ আবার ফিরে আসায় যানজটের দেখা মিলছে গুরুত্বপূর্ণ সড়ক ও সিগনালে।
শনিবার সরকারি অফিস বন্ধ থাকায় নগরীতে অফিসগামী ও সাধারন মানুষসহ রাস্তায় যাতায়াতকারী যাত্রীর সংখ্যা ছিল কম। ঈদের ছুটিতে নগরীতে স্বস্তিতে যাতায়াত করা গেলেও, এখন ক্রমান্বয়ে স্বস্তি কমে অস্বস্তি দেখা দিতে শুরু করেছে। নগরীতে মানুষ ও যানবাহনের চলাচল বাড়ায়ে সড়কে তৎপরতা বেড়েছে ট্রাফিক পুলিশের।
যানজট নিরসনে প্রতিটি সিগন্যালে কাজ করছেন তারা। রোববার থেকে নগরীতে পুরোদমে শুরু হবে যানবাহন ও মানুষের যাতায়াত। আবার ঢাকা ফিরে পাবে যান ও জনজটের পুরনো চেহারা।