ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা
- আপডেট সময় : ০২:১৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
- / ১৭১৬ বার পড়া হয়েছে
ঈদের ছুটি কাটিয়ে রাজধানীর কর্মস্থলে ফিরছেন অসংখ্য কর্মজীবী ও শিক্ষার্থীরা। এদিকে, টিকিট কেটেও অতিরিক্ত যাত্রীর চাপে ট্রেনের কামরায় ঢুকতে না পেরে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে ঢাকায় ফিরছেন অনেকে। এ অবস্থায় কমলাপুর এসে সাংবাদিকদের কাছে ক্ষোভ জানান অনেক ভুক্তভোগী যাত্রী। এছাড়া, লঞ্চেও অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগ রয়েছে। ছুটিশেষে কর্মস্থলে ফিরতে এমন বিড়ম্বনার শিকার লঞ্চ ও ট্রেনযাত্রীরা। তবে বাসযাত্রা নিয়ে স্বস্তির কথা জানান যাত্রীরা।
পরিবার-পরিজনের সাথে গ্রামে ঈদুল ফিতরের টানা ৫ দিনের ছুটিশেষে কর্মস্থলে যোগ দিতেই নাড়ীর টানে বাড়ী ফেরা মানুষের স্রোত এখন রাজধানীমুখী। পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশনে পৌঁছায় সকালে সাড়ে ১০টায়। ট্রেনটিতে বহন করা হয় অতিরিক্ত যাত্রী। পাশাপাশি টিকেট কাটার পরেও কামরায় জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে চড়ে আসতে হয়েছে অনেকেই। কমলাপুর স্টেশনে নেমে ক্ষোভের কথা জানান তারা।
৫ এপ্রিল যারা রেলের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পেরেছিলেন, তারাই ঢাকায় ফিরছেন আজ। এদিকে, দক্ষিণাঞ্চলের যাতায়াতের অন্যতম মাধ্যম লঞ্চ পরিবহন। ভোর থেকেই ঢাকার সদরঘাটে বিভিন্ন রুট থেকে আসা যাত্রীদের এ স্রোত।
ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ছেড়ে আসে লঞ্চ এমভি টিপু-১২। কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিতে ঢাকায় ফিরছেন কর্মজীবী ও শিক্ষার্থীরা। ধারণ ক্ষমতার চেয়ে লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় ক্ষোভ জানান অনেকেই।
তবে বাসযোগে ঢাকায় ফেরাদের মধ্যে রয়েছে স্বস্তির নিঃশ্বাস।