ঈদের ছুটি কাটাতে আগেভাগেই রাজধানী ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ। সকাল থেকেই শিমুলিয়া-কাঁঠালবাড়ী ঘাটে দক্ষিণাঞ্চলের ২৩ জেলার যাত্রীদের ভিড় বেড়েছে।
শিমুলিয়া ঘাটের মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন জানান, ঘাটে যানবাহনের পাশাপাশি যাত্রীদের চাপ বেশি। গণপরিবহন বন্ধ থাকলেও ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা পায়ে হেঁটে, মোটরসাইকেল ও অটোরিক্সায় ঘাট এলাকায় আসছেন। এমনকি রাতে যাত্রীরা ট্রাকে করে ঘাট এলাকায় এসে অবস্থান করছেন, যাতে সকালে পদ্মা পাড়ি দিতে পারেন। তিনি আরো জানান, করোনা পরিস্থিতি উপেক্ষা করে কয়েকদিন আগে যেমন কর্মস্থলে যাওয়ার জন্য দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীদের চাপ ছিলো, তেমনি সকল বাধা উপেক্ষা করে এখন বাড়ি ফিরছেন তারা। বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ম্যানেজার ম্যারিনা আহমদ আলী জানান, কর্তৃপক্ষের নির্দেশে ৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।