ঈদুল ফিতরে ঘরে থাকার আহবান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ
- আপডেট সময় : ০৮:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতি মোকাবিলায় ঈদুল ফিতরে ঘরে থাকার আহবান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।একই সঙ্গে যে যেখানে অবস্থান করছেন তাকে সেখানেই থাকার পরামর্শও দিয়েছেন আইজিপি। দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে করোনা পরিস্থিতিতে ঈদকে সামনে রেখে দায়িত্ব গ্রহণের এই প্রথম সংবাদ সম্মেলনে আসেন নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদ।
বৈশ্বিক মহামারি করোনা ঝুঁকি এড়াতে পরামর্শমূলক-নির্দেশনার কথা তুলে ধরে আইজিপি বলেন, নিজেদের সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলার তাগিদ দেন।পাশাপাশি ঘরে থাকার নির্দেশ দিয়ে ফূর্তি না করারও পরার্মশ দেন।
ফেরীঘাটে আটকা পড়া যাত্রীদের ঢাকায় ফেরাতে পুলিশকে সহাযোগিতার নির্দেশ দেন বেনজীর আহমেদ।
ঈদের কেনাকাটায় ক্রেতা ও বিক্রেতার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।
করোনাসহ যে কোন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করলে ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন আইজিপি ড. বেনজীর আহমেদ।