ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আ’লীগের পক্ষ থেকে শুভেচ্ছা : কাদের
- আপডেট সময় : ০৭:৪৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশী-বিদেশী ষড়যন্ত্রের সব জাল ছিন্ন করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের যাত্রায় এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
ঈদ উপলক্ষে ভিডিও বার্তা দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগের মহিমায় সমুজ্জ্বল। কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের মন্ত্রে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবানও জানান ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক. আওয়ামী লীগ
সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুখবিলাস গ্রামে ঈদুল আযহার নামাজ আদায় শেষে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের শেষ ঈদেও সাধারণ মানুষ স্বস্তিতে আছে।
জনগণকে বিভ্রান্ত করে মাঠে নামানোর স্বপ্ন মাঠে মারা গেছে বলেও মন্তব্য করেন তিনি।