ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। যাত্রীদের হয়রানি বন্ধে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের স্ট্রাইকিং ফোর্স। নির্দেশনা দেয়া হয়েছে জেলা পুলিশকে। দুপুরে রাজারবাগে এক অনুষ্ঠানে এসব কথা বলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
রাজধানীর রাজারবাগ পুলিশের কেন্দ্রীয় জামে মসজিদে পুলিশের বার্ষিক কেরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
পরের সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান ঈদ যাত্রায় হয়রানি বন্ধে প্রস্তুত পুলিশ।
ঈদে ট্রেনের ছাদে যাতে যাত্রী উঠতে না পারে, সেজন্য রেল পুলিশকে সহায়তা করা হবে বলে জানান তিনি। ঈদে নগরবাসীরা নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলেও জানান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।