ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহীসহ তিন জনের রিমান্ড মঞ্জুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের সিদ্দিকী মানিকসহ তিন জনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মামলার আরেক আসামীক জুবায়েরের বাবা আবু বক্কর সিদ্দিককে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হয়। দুপুরে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মানিক দাস ওই আদেশ দেন। আদালতে গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক গোপাল চন্দ্র মন্ডল। পরে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের সিদ্দিকী মানিক, ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সিদ্দিক রতন এবং ম্যানেজার মিনারুল ইসলামকে ৩ দিন করে রিমান্ডের আদেশ দেয়া হয়।