ইয়েমেনে নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে সৌদি জোটের সহিংসতা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ইয়েমেনে– সৌদি জোটের সহিংসতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এক রাতেই মারাত্মক বিমান হামলায় শিশুসহ ইয়েমেনের একটি কারাগারে শতাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই কারাগারে ইয়েমেনি বন্দী ছাড়াও বেশ কয়েকজন আফ্রিকান অভিবাসন প্রত্যাশী ছিলেন। সাদা প্রদেশের ওই বন্দি শিবিরটিতেও উল্লেখযোগ্য সংখ্যক আফ্রিকান অভিবাসন প্রত্যাশী ছিলেন। তাদের বেশ কয়েকজন বিমান হামলায় হতাহত হয়েছেন। ইয়েমেনে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির মুখপাত্র বশির ওমর বলেছেন, হুতি বিদ্রোহী আন্দোলনের সূতিকাগার সাদা শহরে শুক্রবারের হামলার পর হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। ধ্বংসস্তুপের নিচে আহতদের উদ্ধারের পর হাসপাতালে নেয়া হয়। রেডক্রসের তত্ত্বাবধায়নে তাদের চিকিৎসা করা হচ্ছে।