ইয়াবা কারবারির তালিকায় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের নাম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
সদ্য প্রকাশিত ২৫৫ জন ইয়াবা কারবারির বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তালিকায় উঠে এসেছে কক্সবাজারের বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ অনেক পেশাজীবীর নাম।
সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা। পরে, গণমাধ্যমকে মন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে খুন, ইয়াবা কারবার এবং অপহরণসহ সব ধরনের অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। সংসদীয় কমিটির ২৬তম সভা কক্সবাজারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ। সভায়, কমিটির সদস্য মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা,পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও বেগম রুমানা আলী উপস্থিত ছিলেন।