মেহেরপুরের গাংনীর বাজারপাড়া থেকে নিশাত তাসনিম উর্মি নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনার পর থেকে উর্মির স্বামী আশরাফুজ্জামান প্রিন্স পলাতক রয়েছে। উর্মির বাবা গোলাম কিবরিয়া জানান, বিয়ের পর থেকে উর্মিকে শারীরিকভাবে নির্যাতন করতো তার স্বামী। রাতে তাকে গ্রীলের সাথে ঝুলিয়ে রাখে। পরে তাকে হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। উর্মির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে বিচার চান বাবা। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মরদেহ পুলিশ হেফাজতে নেয়ার পর অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।